শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) ফয়েজ আহমেদসহ এসপি পদমর্যাদার ২২ জন কর্মকর্তার রদবদলের ঘোষণা করা হয়েছে।
আজ রোববার বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে পুলিশ সুপার ফয়েজ আহমেদকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলী করা হয়েছে। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদে পদন্নিতি প্রাপ্ত ঢাকা এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএমকে নেত্রকোণা পুলিশ সুপারের পদে পদায়ন করা হয়েছে।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রদবদলের তালিকায় দেশজুড়ে বিভিন্ন জেলার এসপি পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। তবে রদবদলের কারণ হিসেবে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়নি। সাধারণত জনস্বার্থ ও প্রশাসনিক কারণে এ ধরনের রদবদল করা হয়ে থাকে।
সরকারি পদে এই ধরনের রদবদল জনস্বার্থে কার্যকর ভূমিকা রাখে এবং প্রশাসনের গতিশীলতাকে নিশ্চিত করে। নতুন দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের দ্রুততম সময়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ধরনের রদবদল প্রশাসনের কার্যক্রমে নতুন দৃষ্টিকোণ যোগ করে এবং বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।