শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে, ৪৪৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩৬ জনে, এবং আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৯৭ হাজার ৬০৩ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানানো হয়, মারা যাওয়া ৪ জনের মধ্যে দুইজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং একজন চট্টগ্রাম বিভাগের।

এছাড়া, গত ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৯৭ হাজার ৬০৩ জন রোগীর মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। মৃত ৫৩৬ জনের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com