মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
নেত্রকোণায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

নেত্রকোণায় আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী কারাগারে

অনলাইন ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান।

সোমবার (১৩ নভেম্বর) তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত।

কারাগারে পাঠানো নেতাকর্মীরা হলেন,  মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র অ্যাড. লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শহীদ ইকবাল, সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাড. আব্দুল হান্নান রতন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দিলীপ দত্ত, সাবেক পৌর কাউন্সিলর কামাল হোসেন রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পুলক মিয়া, পৌর ছাত্রলীগের আহ্বায়ক বাদল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ চৌধুরী, ওলামালীগ নেতা সৈয়দ তপন, ছাত্রলীগ নেতা দবির উদ্দিন, আওয়ামী লীগ নেতা সহিদুর রহমান, রুহুল আমিন, ছুট্টু মিয়া ও মাজহারুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একটি মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। পরে রেলস্টেশনের কাছে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালানো হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে ঘরের দরজা ও জানালা ভাঙচুর করে। তবে ভেতরে ঢুকতে না পেরে তারা ঘটনাস্থল থেকে সরে যায়।

এ ঘটনায় ২৮ সেপ্টেম্বর ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

আসামি পক্ষের আইনজীবী মো. মোজাহিদ হোসেন জানান, আসামিরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের শর্ত অনুযায়ী সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com