শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৫:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান লুৎফুজ্জামান বাবরের

ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান লুৎফুজ্জামান বাবরের

আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ, নেত্রকোণা:
নেত্রকোণার মোহনগঞ্জে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে সাবেক সাংসদ ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “নির্বাচনের আগেই ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না। ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকুন।”

আজ  মঙ্গলবার বিকেলে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাঠে আয়োজিত এ গণসংবর্ধনায় তিনি সরকারের উদ্দেশে বলেন, “ক্ষমতায় থেকে যাওয়ার চেষ্টা করবেন না। আমরা কিন্তু মাঠে থাকব। দ্রুত নির্বাচনের দিন ঘোষণা করুন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন। এ সময় আরও বক্তব্য দেন ঈশ্বরগঞ্জের সাবেক বিএনপি এমপি নুরুল কবীর শাহীন, নেত্রকোণা সদরের সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সদস্য সচিব ডা. রফিকুল ইসলাম হিলালী, মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান ও পৌর বিএনপির সদস্য সচিব গোলাম রব্বানী পুতুলসহ অন্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাড়ে ১৭ বছর কারাভোগের পর নিজ সংসদীয় এলাকায় এটি ছিল লুৎফুজ্জামান বাবরের প্রথম গণসংবর্ধনা। তবে মাত্র ১১ মিনিটের সংক্ষিপ্ত বক্তৃতা শেষে তিনি মঞ্চ ত্যাগ করেন। বিকেল ৫টা ২২ মিনিটে শুরু হয়ে ৫টা ৩৩ মিনিটে তার বক্তব্য শেষ হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com