শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
নিউজ ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে, আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী তিন দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, রাতের তাপমাত্রাও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
শুক্রবার (১৪ মার্চ) একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১৫ মার্চ) সিলেট বিভাগে দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।