বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেবনা : ফাহিম খান পাঠান

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেবনা : ফাহিম খান পাঠান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফাহিম খান পাঠান বলেন, বাংলাদেশের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বাধীনতাকামী জনগণের মুক্তি হয়েছে। আমাদের অসংখ্য ভাইদের লাশ পড়েছে। এই খুনি হাসিনা এসব লাশ ফেলেছে। হাসিনা অসংখ্য মানুষকে হত্যা করেছে ।তার মতবিরোধীদের কারাগারে আটকে রেখেছে।গুম করেছে। আয়নাঘরে বন্দী রেখেছে। প্রায় তিন বছর ধরে মাওলানা মামুনুল হককে কারাগারে আটকে রেখেছে। আমরা চাই, বাংলাদেশে যেন আর কোন স্বৈরাচার কোন দিন ক্ষমতায় যেতে না পারে সে ব্যবস্থা করতে হবে। বাংলার স্বাধীনতাকামী, মুক্তিকামী সবাই আমরা একসাথে লড়াই করবো।আর কোন স্বৈরাচারের জন্ম হতে দেবনা।

তিনি শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া মাঠে বাংলাদেশ খেলাফতে মজলিসের ছাত্র জনতার বিপ্লবের সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণ সমাবেশে দেয়া বক্তব্যে এসব কথা বলেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি শাইখুল হাদীস আল্লামা জিয়া উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক ।এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ অন্যরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com