বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক, নেত্রকোণা আলো ডটকম:
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অদ্ভুত ঘটনা প্রায়শই ভাইরাল হয়। সম্প্রতি চীনের সিচুয়ান প্রদেশে ঘটে যাওয়া এক নাটকীয় ঘটনা নেটিজেনদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সিচুয়ান প্রদেশের এক নারী, চেং, তাঁর স্বামী লি’র বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেন। ২০ বছরের দাম্পত্য জীবনে নেশাগ্রস্ত অবস্থায় লি চেংকে মারধর করতেন বলে অভিযোগ করা হয়। প্রথমে আদালত বিচ্ছেদের অনুমতি না দিলেও চেং নিজের অবস্থানে অনড় থাকেন এবং নতুন আবেদন করেন।
মামলার শুনানি চলাকালে, লি বিচ্ছেদ চান না বলে আদালতে আবেগপ্রবণ হয়ে পড়েন। তবে চেং তাঁর সিদ্ধান্তে অটল ছিলেন। এমন পরিস্থিতিতে লি আকস্মিকভাবে চেংকে পিঠে তুলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। চেং চিৎকার শুরু করলে পুলিশ দ্রুত তাদের আটকায়।
এই অপ্রত্যাশিত ঘটনায় আদালতও হতবাক হয়ে পড়ে। স্ত্রীর সাথে পালানোর চেষ্টার জন্য আদালত লিকে ভর্ৎসনা করে এবং লিখিত ক্ষমাপ্রার্থনার নির্দেশ দেয়। লি ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেন।