শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবদেক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে এক বৃদ্ধ মারা গেছেন।
মারা যাওয়া রুসমত খান (৬০) উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত আক্তার খানের ছেলে।
সোমবার বিকালে মারা যাওয়ার পর আজ মঙ্গলবার সড়কের পাশে মরদেহের দাফন করা হয় বলে জানিয়েছেন, গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমীন।
রুহুল আমীন জানান, টানা তিনদিনের ভারীবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাঁওকান্দিয়া ইউনিয়নের বাড়ি-ঘর,রাস্তা, পানিতে প্লাবিত হয়। বন্যার পানিতে রুসমত খানের বাড়ির চারপাশে কোমর সমান পানি হয়। গতকাল দুপুরের দিকে বাড়ির পুকুরের পাশ দিয়ে বন্যার পানি ভেঙ্গে হেটে গ্রামের মুল সড়কের দিকে যাচ্ছিলেন রুসমত খান। এসময় পা পিছলে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যান তিনি। পরে বিকালের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে তার মরদেহ উদ্ধার করেন স্বজনেরা।
নিহতদের ভাতিজা আলাল খান বলেন,পানিতে বাড়ির আশপাশ বুক সমান পানি। বাড়ির কোনদিকে রাস্থা, কোন দিকে পুকুর কিছুই বোঝার উপায় নাই। বাড়ির সামনে পুকুরের পাশ দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে মারা গেছেন। চারপাশেই পানি থাকায় সড়কের পাশে অল্প জায়গায় দাফন করেছি। দাফনের জায়গাটা কিছুটা উঁচু। তবুও কয়েক ইঞ্চি নীচেই পানি।