বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ

স্কুল-কলেজে ২৩ ধরনের নতুন ফি নির্ধারণ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে ২৩ ধরনের নতুন ফি আদায়ের নীতিমালা নির্ধারণ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এসব ফি চারটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে: মাধ্যমিক (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত) এবং কলেজ (এমপিওভুক্ত ও নন-এমপিওভুক্ত)। প্রতি খাতে নির্দিষ্ট পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে, যা সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত হতে পারে।

নির্ধারিত ২৩ ধরনের ফি-এর খাতগুলো হলো:

অভ্যন্তরীণ পরীক্ষা ফি
মুদ্রণ ফি
টিফিন ফি
ম্যাগাজিন ফি
ক্রীড়া ফি
সাংস্কৃতিক উৎসব ফি
জাতীয় দিবস উদযাপন ফি
ক্লাব গঠন ফি
লাইব্রেরি ফি
কল্যাণ/দারিদ্র্য তহবিল ফি
আইসিটি ফি
বাগান ও বাগান পরিচর্যা ফি
ল্যাবরেটরি ফি
স্কাউট ফি
কমনরুম ফি
পরিচয়পত্র ফি
নবীনবরণ ও বিদায় সংবর্ধনা ফি
চিকিৎসা সেবা ফি
বিবিধ ফি
উন্নয়ন ফি
বিদ্যুৎ ফি
শিক্ষা সফর ফি
অতিরিক্ত ফি (যদি প্রযোজ্য হয়)
প্রতিটি ফি খাতভিত্তিক নির্দিষ্ট ব্যাংক হিসাবে সংরক্ষণ করতে হবে এবং কোনো খাতের অর্থ অন্য খাতে ব্যয় করা যাবে না।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com