বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন জানাল জলহস্তী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে হচ্ছেন জানাল জলহস্তী

আর্ন্তজাতিক ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ। ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ডেমোক্র্যাট দলের হয়ে লড়ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশ্বজুড়ে এই নির্বাচনের ফল নিয়ে কৌতূহল তুঙ্গে।

এই উত্তেজনার মধ্যে, থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় চার মাস বয়সী পিগমি জলহস্তী “মু ডেং” এক আশ্চর্য ভবিষ্যদ্বাণী করেছে। থাইল্যান্ডের এই মহাতারকা জলহস্তী সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের আভাস দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, মু ডেংকে দুটি ঝুড়ি দেয়া হয়, যার একটিতে ট্রাম্প ও অপরটিতে হ্যারিসের নাম লেখা ছিল। মু ডেং ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে, যা ট্রাম্পের প্রতি তার ভবিষ্যদ্বাণীমূলক সমর্থন হিসেবে দেখা হচ্ছে।

যদিও জলহস্তীর ভবিষ্যদ্বাণী করার দক্ষতা নিশ্চিত নয়, তবে এই ঘটনার সাথে বিখ্যাত অক্টোপাস পলের প্রসঙ্গ উঠে এসেছে, যিনি ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com