রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন

ওয়ালটনে অ্যাকাউন্টস বিভাগে চাকরির সুযোগ

ওয়ালটনে অ্যাকাউন্টস বিভাগে চাকরির সুযোগ

চাকরিবিষয়ক ওয়েবসাইট বিডিজবস ডটকমের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড পিএলসি। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি তাদের ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে এক্সিকিউটিভ পদে কর্মী নিয়োগ দেবে।আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ-ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস

পদ সংখ্যা: অনির্ধারিত।

চাকরির ধরন: ফুল টাইম।

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং, ফিন্যান্স বিভাগে এমবিএ ডিগ্রি থাকতে হবে। সিএ–সিসি প্রফেশনাল সার্টিফিকেশন থাকলে ভালো। সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। এমএস এক্সেল ও অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। ম্যানেজমেন্টে সিস্টেমে দক্ষ হতে হবে। প্রশাসনিক দক্ষতা থাকতে হবে।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, লভ্যাংশ শেয়ার, বিমা, সার্ভিস বেনিফিট, দুপুরের খাবারে ভর্তুকি, মুঠোফোন বিল ও বার্ষিক বেতন বৃদ্ধির সুযোগ আছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ৩ আগস্ট, ২০২৪।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com