রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি তাদের পিপল অ্যান্ড কালচার বিভাগে জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট
ডিপার্টমেন্টের নাম: পিপল অ্যান্ড কালচার
পদ সংখ্যা: ২। কেবল নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মস্থল: কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
চুক্তির মেয়াদ: ১১ মাস, যা পরবর্তীতে কর্মদক্ষতার ভিত্তিতে বাড়তে পারে।
চাকরির দায়িত্ব: বাচ্চাদের সুন্দর এবং পরিস্কার পরিচ্ছন্নভাবে সময়মতো ও রুটিন অনুসারে খাওয়ানো এবং যত্নকরে ঘুম পাড়ানো। বাচ্চাদের পরিস্কার পরিচ্ছন্ন রাখা, প্রয়োজন অনুযায়ী ডায়াপার বদলে দেয়া এবং পরিস্কার করে দেয়া। গান, নাচ, ছড়া, খেলাধুলা এবং অন্যান্য কার্যকলাপের মাধ্যমে বাচ্চাদের আনন্দ বিনোদনের ব্যবস্থা করা। বাচ্চাদের উপর সার্বক্ষণিক নজরদারি রাখা যাতে ওরা কোনোভাবে ব্যাথা না পায়। একদম ছোট বাচ্চাদের প্রয়োজন অনুযায়ী কোলে নিয়ে রাখা। ডে কেয়ার সার্বিকভাবে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। অভিভাবকদের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা। নিয়মিত বাচ্চাদের ওজন নেয়া এবং ওজন চার্ট হালনাগাদ করতে ডে কেয়ার সুপারভাইজারকে সাহায্য করা। ডে কেয়ারের মাসিক প্রতিবেদন তৈরিতে এবং প্রয়োজনীয় হিসাব নিকাশ করতে ডে কেয়ার সুপারভাইজারকে সাহায্য করা। ডে কেয়ারে ব্যবহৃত ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও অন্যান্য আসবাবপত্র সঠিকভাবে ব্যবহার, পরিস্কার ও রক্ষণাবেক্ষণ করা। প্রয়োজন অনুযায়ী রুটিন কাজের বাইরেও সুপারভাইজার কর্তৃক অর্পিত যেকোনো দায়িত্ব পালন করতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা: প্রার্থীকে কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। ইংরেজি ও বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে। কমপক্ষে ১ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
অবশ্যই বাচ্চাদের মাতৃস্নেহে আগলে রাখার মানসিকতা থাকতে হবে। ধৈর্য্যশীল, মিষ্টভাষী, সৎ, সময়ানুবর্তি এবং কর্মঠ হতে হবে। লম্বা সময় ধরে কাজ করার মানসিকতা থাকতে হবে। কোনো অবস্থাতেই বাচ্চাদের সঙ্গে খারাপ আচরণ বা বকাঝকা করা বা ধমক দেয়া যাবে না। সংস্থার নিয়মকানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং যথাযথভাবে মেনে চলতে হবে।
বেতন: উপস্থিতি অনুযায়ী দিনপ্রতি ৮০০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ বায়োডাটা এবং যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ আবেদনপত্র আগামী ৭ আগস্ট ২০২৪ এর মধ্যে শুধুমাত্র ই-মেইল (dipika.dey@care.org) এর মাধ্যমে দীপিকা দে, সিনিয়র অফিসার, পিপল অ্যান্ড কালচার, কেয়ার বাংলাদেশ বরাবর পাঠাতে হবে।
আরো জানতে ভিজিট করুন: https://career.carebangladesh.org