বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
নিজস্ব সংবাদাদাতা, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মদন উপজেলায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটির কার্যক্রম শুরু হয় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে।
বৃহস্পতিবার সকালে মদন উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল আলম তালুকদার। সভাটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মোঃ কামরুজ্জামান চন্দন, সাবেক উপজেলা বিএনপি আহ্বায়ক আব্দুল হেলিম ভুলু, সাবেক পৌর বিএনপি সভাপতি মোঃ সাইদুর রহমান সম্রাট, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফু উদ্দিন আহমদ সেকুল, মোঃ শাছুল আলম লালু, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু তাহের আজাদ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, পৌর যুবদলের সভাপতি মোঃ শফিউল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল আকন্দ এবং সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম।
আলোচনা সভা শেষে সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে একটি মিছিল বের করেন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।