শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণা আলো ডটকম:
শরীয়তপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শরীয়তপুরসহ দেশের বিভিন্ন স্থানে যুবদল পোস্টার, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করছে। বুধবার দিনব্যাপী শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক মোল্যা এবং পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের নেতৃত্বে এই উদ্যোগ পরিচালিত হয়। এতে বিভিন্ন স্তরের যুবদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
জামাল উদ্দিন বিদ্যুৎ জানান, “পোস্টার ও ফেস্টুন পরিবেশের সৌন্দর্য নষ্ট করে এবং জনজীবনে অসুবিধা সৃষ্টি করে। তাই পরিবেশ রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনা অনুযায়ী এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
সতর্কবার্তা – দলের সিদ্ধান্ত মেনে বিকেল ৫টার মধ্যে সকল পোস্টার ও ফেস্টুন অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন যুবদলের নেতারা।