শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন

দেশের বাজারে এআই প্রযুক্তি সমৃদ্ধ ২ ল্যাপটপ আনল এসার

দেশের বাজারে এআই প্রযুক্তি সমৃদ্ধ ২ ল্যাপটপ আনল এসার

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

এআই প্রযুক্তি সমৃদ্ধ ল্যাপটপের নতুন দুটি মডেল নিয়ে এসেছে এসার। স্মার্ট টেকনোলজিস দেশের বাজারে উন্মোচন করেছে এসার সুইফট গো ১৪ সিরিজের এই ল্যাপটপগুলো। মডেল দুটি হলো:

এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩
এসএফজি ১৪-৭৩টি
ল্যাপটপের প্রধান বৈশিষ্ট্য
প্রসেসর: ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ইন্টেল আলট্রা ৭ ১৫৫এইচ, যা ৪.৫ গিগাহার্জ থেকে ৪.৮ গিগাহার্জ গতিতে কাজ করতে সক্ষম।
স্টোরেজ: যথাক্রমে ৫১২ জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি।
র‍্যাম: উভয় মডেলেই রয়েছে ১৬ জিবি অনবোর্ড র‍্যাম।
গ্রাফিক্স: বিল্ট-ইন ইন্টেল আর্ক।
ডিসপ্লে: ১৪ ইঞ্চি উজ্জ্বল ওএলইডি স্ক্রিন।
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ১১ হোম এবং প্রি-ইনস্টলড মাইক্রোসফট অফিস।
ডিজাইন ও অতিরিক্ত সুবিধা
সিলভার কালারের ল্যাপটপ দুটি আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ফিচারে সমৃদ্ধ। উভয় মডেলে রয়েছে দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

দাম
এসএফজি ১৪-৭৩: ১,৩২,০০০ টাকা।
এসএফজি ১৪-৭৩টি: ১,৫০,০০০ টাকা।
স্মার্ট টেকনোলজিস আশা করছে, এআই প্রযুক্তির সমন্বয়ে উন্নত কর্মদক্ষতা ও ব্যবহারকারীর চাহিদা পূরণে এই ল্যাপটপগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com