বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
গাজীপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৫ নভেম্বর) সকালে চৌরাস্তা মোড়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
দৈনিক প্রতিদিনের কাগজ গাজীপুর ব্যুরো প্রধান আসাদুজ্জামান তুহিনের সঞ্চালনায় ও আল আমিনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক মো. খায়রুল আলম রফিক।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খায়রুল আলম রফিক বলেন, “দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা শুরু হয়েছে আরও আগে। আজ গাজীপুর ব্যুরো অফিসের উদ্বোধন আমাদের আবেগ এবং স্মৃতির একটি বিশেষ দিন। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদই পত্রিকার দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার কথা, এবং মেহনতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে প্রতিদিনের কাগজ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেবে। গাজীপুরের একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে পত্রিকাটি সঠিক পথেই এগিয়ে যাবে।”
অনুষ্ঠানে গাজীপুর অঞ্চলের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের অংশগ্রহণে আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।