শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, “আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না।” শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের অন্নদা স্কুল মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা চাই না কোনো দুষ্কৃতিকারী এই সময়কে কাজে লাগিয়ে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, “এই সরকার আমাদের সরকার। এ সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আশা করি, তারা দ্রুত গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।”
তিনি বলেন, “আমরা মাত্রই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। বহু রক্ত, গুম, লাশ আর হারিয়ে যাওয়া সন্তানদের বিনিময়ে এই অর্জন।”
রুমিন আরও উল্লেখ করেন, “সকল জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ ভেবেছিল, যতদিন তারা বেঁচে থাকবে, ততদিন ক্ষমতায় থাকবে। কিন্তু দেশের মানুষ তাদের উপযুক্ত জবাব দিয়েছে।”
তিনি মন্তব্য করেন, “মানুষের সমর্থন ও ভালোবাসা না থাকলে নেতা হওয়া যায় না, রাজনীতি করা যায় না।”
আওয়ামী লীগের শাসনামল, নির্বাচন, ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার এই বক্তব্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে বলে জানা গেছে।