বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:০৩ অপরাহ্ন

নেত্রকোণায় কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু

নেত্রকোণায় কারাগারে মাদক মামলার আসামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় ৬ বছর ধরে কারাবাসে থাকা মাদক মামলার আসামী আলী আহমেদ খান ওরপে শিপন মিয়া হৃদরোগে মারা গেছেন।

শিপন (৩৮) নেত্রকোণা পৌর শহরের কাটলী এলাকার মরতুজ আলীর ছেলে।

শুক্রবার(১৩ সেপ্টেম্বর) বেলা দুপুর পৌনে ১২ টার কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা পুলিশ ও শিপনের স্বজনেরা জানান, গত ২০১৮ সালে মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হন শিপন মিয়া। সেই থেকে কারাগারেই ছিলেন শিপন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তাসমিয়া হোসেন অনন্যা বলেন, শিপন মিয়াকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনার সময়েই তিনি মারা যান। প্রাথমিকভাবে মনে হয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

কারাগার থেকে শিপন মিয়াকে সদর হাসপাতালে আনার সময় সাথে ছিলেন কারা পুলিশের সদস্য শাহিনুল ইসলাম।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল থেকে বুকে ব্যাথা অনুভব করেন শিপন। পরে তাকে কারা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিল। আজ সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে উন্নত চিকিৎসার জন্যে সদর হাসাপাতালে নিয়ে যাই। সেখানে তিনি মারা যান।

নিহতের ভাই মনোয়ারুল হক সাবুল বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে এতোদিন হাজতেই ছিল। স্ট্রোক করে মারা যাওয়ার খবরে হাসপাতালে যাই। এখন লাশ নেয়ার জন্যে হাসপাতালে অপেক্ষা করছি। আইনী কার্যক্রম শেষ হলে লাশ নিয়ে যাব।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com