মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোনার কলমাকান্দায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন কলমাকান্দা সদর ইউনিয়ন জামায়াতের আমির মুস্তাক আহমেদ, সঞ্চালনায় ছিলেন মো. রুমান মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাসেম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, ট্রেড ইউনিয়নের সভাপতি ও উপজেলা জামায়াতের রুকন সদস্য জহিরুল ইসলাম মামুন, উপজেলা পেশাজীবী ইউনিটের সভাপতি মো. কালা মিয়া
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হেদায়েতুল্লাহ শেখ সাবীলসহ অন্যরা।

সমাবেশে বক্তারা সংগঠনের আদর্শ এবং স্থানীয় জনগণের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com