শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

দুর্গাপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নে সচেতনতামূলক এ্যাডভোকেসী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন প্রকল্পের এ্যানিমেটর সারেন তজু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী। এছাড়াও সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রভাষক ডক্টর আব্দুর রাশিদ এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান সহ অন্যান্য অতিথিরা বক্তব্য প্রদান করেন।

ক্যাম্পেইনে ক্লাব ও নারী প্রতিবন্ধী ফোরামের নেতৃবৃন্দরা অতিথিদের সামনে তাদের মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা প্রদানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। যথাযথ সুযোগ পেলে প্রতিবন্ধী ব্যক্তিরাও দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তারা কারিতাসকে এমন উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বেশি এ ধরনের কার্যক্রমের আহ্বান জানান।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com