বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:২০ অপরাহ্ন

বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মদনে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মদনে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
মদনে মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকরা বৈষম্য দূরীকরণের জন্য মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত এই মানববন্ধনের আয়োজন করে বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবার।

শিক্ষকরা জাতীয়করণ ও জাতীয়করণের পূর্বে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখার দাবিতে এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আক্কাস উদ্দিন, অধ্যক্ষ মঞ্জুরুল হক খান, শামছুর রহমান স্বপন, শিক্ষক নেতা আলী আহমেদ, রফিকুল ইসলাম খোকন, শফিকুল ইসলাম চৌধুরী প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে একটি স্মারক লিপি প্রেরণ করা হয়।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com