রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক, নেত্রকোণার আলো ডটকম:
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দল বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ১০টায় বাংলাদেশের নারী ক্রিকেট দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়।
শুক্রবার অনুশীলনের পর শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি একাডেমি মাঠে প্রথম আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর সোমবার পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অংশ নেবে তারা।
বিশ্বকাপের আয়োজন মূলত বাংলাদেশে হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তিত হয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে। তবে আয়োজক হিসেবে বাংলাদেশই থাকবে কাগজে-কলমে। এবার আরব আমিরাতের কন্ডিশনে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ থাকলেও, বাংলাদেশ দলের সামনে ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশের মেয়েদের অতীত পারফরম্যান্স টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা সুখকর নয়। গত পাঁচ আসরে ২১ ম্যাচের মধ্যে মাত্র দুইটি জয় পেয়েছে তারা। টানা ১৬ ম্যাচে জয়ের দেখা মেলেনি। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্বকাপে সর্বশেষ জয় পেয়েছিল দলটি। ওই দলের দুই সদস্য জাহানারা আলম ও ফাহিমা খাতুন এবারও দলে রয়েছেন, যা খরা কাটানোর জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে।
নবম আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে শক্তিশালী দলগুলো: অস্ট্রেলিয়া (৬ বারের চ্যাম্পিয়ন), ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, এবং শ্রীলঙ্কা। তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বে ম্যাচ দিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
এবারের বিশ্বকাপে নিজেদের পারফরম্যান্স দিয়ে খরা কাটানোর এবং নতুন ইতিহাস গড়ার জন্য প্রস্তুত জাহানারা-নিগাররা।