বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৮ অপরাহ্ন

মদনে বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মদনে বিশ্বনবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি এবং বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে মদন উপজেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

রোববার যোহর নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় শাহী মসজিদের সামনে থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহী মসজিদ থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।

মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেন, যারা ‘দ্বীন ইসলাম জিন্দাবাদ’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, এবং ‘বিজেপি নেতার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তব্য রাখেন হেফাজত ইসলামের মদন উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ার হোসাইন, ইয়ুথ সার্কেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনিরুল হাসান সৌরভ, সদস্য শেখ সৌরভ হোসাইনসহ আরও অনেকে। বক্তারা জাতিসংঘে একটি পৃথক আইন পাশ করে রাসূল (সা.)-এর কটূক্তিকারীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান এবং বাংলাদেশ সরকারকে এ বিষয়ে ভারত সরকারের কাছে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি করেন।

শিক্ষার্থীরা ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, মুহাম্মদ (সা.)-এর ইজ্জত রক্ষার বিষয়ে কোনো আপস হবে না। এছাড়াও, ভারতীয় পণ্ডিত ও বিজেপি নেতার ধৃষ্টতাপূর্ণ মন্তব্যের জন্য মুসলিম উম্মাহর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান।

প্রসঙ্গত, মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ রাসূল (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা রাজ্যের এক বিজেপি নেতা সমর্থন দেন। এই ঘটনার প্রতিবাদেই শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

 

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com