বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১০ অপরাহ্ন
একে এম এরশাদুল হক জনি, নেত্রকোণা :
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বারবার গ্রেপ্তার হয়ে কারাবাসের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন নেত্রকোনা পৌর শহরের সাতপাই কেডিসি রোড এলাকার বাসিন্দা ও বিএনপির সাবেক ছাত্রনেতা খন্দকার আল মামুন। তিনি নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তার চিকিৎসার জন্য পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দৈনিক দিনকাল কার্যালয়ে তারেক রহমানের পক্ষ থেকে মামুনের চিকিৎসায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাকিল আহমেদ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান এবং সাংবাদিক ইমরান হাসান মজুমদার প্রমুখ নেতা।
চিকিৎসা সহায়তা পেয়ে যুবদল নেতা মামুন আবেগাপ্লুত হয়ে জানান, “আমার পরিবার জন্ম লগ্ন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। বড় ভাই খন্দকার সাইফুল ইসলাম আবু বারবার কারাভোগ করে হৃদরোগে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করেছেন। আরেক ভাই খন্দকার মোস্তাক আহমেদ সেফুও অসুস্থ। আমি সকলের কাছে দোয়া চাই এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।”