বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন

যুবদলনেতা রনির পক্ষ থেকে নেত্রকোনার পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান

যুবদলনেতা রনির পক্ষ থেকে নেত্রকোনার পূজামন্ডপে আর্থিক অনুদান ও ক্যামেরা প্রদান

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণা পৌর শহরের ৫৭টি পূজামন্ডপে চলছে জোর প্রস্তুতি।

শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে নেত্রকোনা পৌর শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি। তিনি ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান এবং বারোটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা বিতরণ করেন।

এ সময় তিনি সাতপাই কালিবাড়ি মন্দির, পালপাড়া দুর্গা মন্দির, একতা সংঘ কালী মন্দিরসহ আরও কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেন এবং পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে মত বিনিময় করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুবুল গাফফার ঠাকুর তুলন, পৌর বিএনপি নেতা আফাজ উদ্দিন খান চন্দন, মীর ইশতিয়াক আহমেদ মিটুসহ যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, “নেত্রকোনা সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা, এখানে আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। জেলার সম্প্রীতি রক্ষায় যুবদল সবসময় প্রস্তুত রয়েছে।”

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com