বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোতে আজ (৭ অক্টোবর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
ত্রাণ কার্যক্রম পরিচালনায় ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন। তাদের নেতৃত্বে একটি দল নৌকাযোগে দুর্গাপুরের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ঘুরে ঘুরে অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট ও অন্যান্য প্রয়োজনীয় শুকনো খাবার।
জানা যায়, গত বুধবার থেকে অতিবৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নেত্রকোণার পূর্বধলা, দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়াও নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার কিছু এলাকাও বন্যার পানিতে প্লাবিত হয়েছে।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর খোঁজখবর নেন এবং তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন। তারা বন্যার্তদের দ্রুত সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও আহ্বান জানান।