বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে ।
মঙ্গলবার জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এই আয়োজন করে।
সকালে জেলা জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যারী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে মোক্তারপাড়া মাঠে গিয়ে শেষ হয় । এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উন্মুক্ত হাতদোয়া ও আলোচনা কর্মসূচী পালন করা হয়।
র্যলিতে জেলা প্রশাসক বনানী বিশ্বাস ,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, স্বাস্থ্য সকল সুখের আঁধার। এই স্বাস্থ্যই দেশের সম্পদ। স্বাস্থ্য ভাল থাকলে মানুষ সঠিকভাবে কাজে আত্মনিয়োগ করতে পারে। আর এই জনস্বাস্থ্য ঠিক রাখতে হলে কিছু খাওয়ার আগে ভালভাবে হাত ধুয়ে নিতে হবে।