শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন

আটপাড়ার সুখারী ইউনিয়নের বিএনপির আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন

আটপাড়ার সুখারী ইউনিয়নের বিএনপির আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,  আটপাড়া (নেত্রকোনা) :

নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭নং সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকেলে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ শাহিন, সাবেক ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মঞ্জুরুল হক চৌধুরী, কৃষকদলের সভাপতি ইমাম হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি চপল চৌধুরী এবং আটপাড়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লিটন।

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সাবেক আটপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুছ, ৩নং ওয়ার্ড বিএনপির নেতা আলী আহম্মদ, সবুজ মাস্টার, আনু মিয়া, ৩নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি খোকন তালুকদার, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ারসহ ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয় উদ্বোধন উপলক্ষে ঐক্যবদ্ধ থেকে দলীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com