বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

দুই বছর আগের ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা, আসামি আ.লীগের ১৮১ নেতাকর্মী

দুই বছর আগের ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা, আসামি আ.লীগের ১৮১ নেতাকর্মী

নেত্রকোনার দুর্গাপুরে দুই বছর আগের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম।
এর আগ, গত বৃহস্পতিবার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় স্থানীয় আওয়ামী লীগের ১৮১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাওনের সঙ্গে আসামিদের রাজনৈতিক মতবিরোধ থাকার জেরে দুই বছর আগে মাইশা ফার্মেসি ও ডেন্টাল ক্লিনিকে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সে সময় বিভিন্ন আসবাবপত্র, ডিজিটাল এক্সরে মেশিন ভেঙে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি, ফার্মেসীতে থাকা ৩০ লাখ টাকার বিভিন্ন ওষুধ ও এক লাখ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় আসামিরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com