বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন

নেত্রকোণায় যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান শুরু

নেত্রকোণায় যানজট নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অভিযান শুরু

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণা শহরের যানজট নিয়ন্ত্রণে অবৈধ যান চলাচল বন্ধে মাঠে নেমেছে সেনাবাহিনী।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টা থেকে শহীদ মিনার মোড়ে ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর ই আহমেদ আল শাফীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়, যেখানে মোটরসাইকেল, প্রাইভেটকার, এবং নির্ধারিত অটো ছাড়া অবৈধ অটোরিক্সা, ইজিবাইক ও অন্যান্য যান আটক করা হয়।

অভিযানে মেজর জিসানুল হায়দারের উপস্থিতিতে হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ অবৈধ যানচালকদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং এক সপ্তাহ পর্যন্ত এই অভিযান চলবে বলে জানান তিনি।

উপ-অধিনায়ক মেজর জিসানুল হায়দার আরো জানান, নেত্রকোণায় যানজট নিরসনে সেনাবাহিনী অভিযান শুরু করেছে। এক দিন পর পর শিফট করে লাল সবুজ অটো চলাচল করার নির্দেশনা থাকলেও তা মানছে না চালকরা।

সেই সাথে মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্র্রাইভিং ও লাইসেন্স বিহীন মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চালকদের আইনের আওতায় আনার পাশাপাশি প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। আগামী দিনে আরো কঠোর আইন প্রয়োগের মাধ্যমে যানজট নিরসনে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা হবে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com