বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মদনে রাস্তার পাশে পড়ে থাকা এক ব্যাটারি চালিত অটোরিকশার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
চালক জসিম উদ্দিন (৪৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা গ্রামের মৃত জাফর খানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কেন্দুয়া উপজেলার টেঙ্গুরিয়া গ্রামের শ্বশুর বাড়িতে বসবাস করে আসছিলেন।
শনিবার বেলা সোয়া ২টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, জসিম উদ্দিন টেঙ্গুরিয়া গ্রাম থেকে প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে অটো নিয়ে বাড়ি থেকে বের হন। কিন্তু রাতে বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী বাজারের পাশে একটি অটোরিকশা দেখতে পায় স্থানীয় লোকজন। রিকশাটির পাশে কোন লোকজন না থাকায় স্থানীয়রা তাদের হেফাজতে রেখে মালিকের সন্ধানের জন্য শনিবার সকালে বিভিন্ন আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যেম (ফেসবুকে) পোস্ট করেন। পরে আজ দুপুরের দিকে পাচহার বড়বাড়ি গ্রামের রাস্তার পাশে মরহেদটি দেখতে পান স্থানীয়রা। তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা জসিম উদ্দিন বলে পরিচয় শনাক্ত করেন।
কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে জানিয়ে ওসি বলেন, “এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”