বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন

সাইবার হামলা সতর্কতা: ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

সাইবার হামলা সতর্কতা: ব্যাংকগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক :

দেশের বিভিন্ন ব্যাংকে সাইবার নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সাম্প্রতিক ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ফেসবুক অ্যাড ম্যানেজারের অপব্যবহার করে বেআইনি লেনদেনের খবর পাওয়ার পর ব্যাংকগুলোকে সাইবার আক্রমণ প্রতিরোধে একাধিক পদক্ষেপ নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশে এবং বিশ্বজুড়ে সাইবার হামলার প্রবণতা বাড়ছে, যার ফলে ব্যাংক গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাই ব্যাংকগুলোকে তাদের সাইবার নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে:

বায়োমেট্রিক যাচাই এবং সিভিভি যাচাই: প্রতিটি লেনদেনের ক্ষেত্রে বায়োমেট্রিক এবং সিভিভি যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
ওটিপি ব্যবহার: প্রতিটি লেনদেনে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।
ভুয়া কিউআর কোডের সতর্কতা: ভুয়া কিউআর কোডের বিপদ সম্পর্কে ব্যাংক কর্মচারীদের সচেতন করা প্রয়োজন।
টুএফএ এবং এমএফএ প্রয়োগ: যেকোনো আর্থিক লেনদেনে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (টুএফএ) এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়া, ব্যাংকগুলোকে অস্বাভাবিক লেনদেন শনাক্তে এআই এবং মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সম্ভাব্য ডেটা লঙ্ঘন বা র‌্যানসমওয়্যার আক্রমণের আশঙ্কায় অবিলম্বে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থায় ফায়ারওয়াল, অনুপ্রবেশ শনাক্তকরণ সিস্টেম, এবং অ্যাক্সেস নিয়ন্ত্রণ পর্যালোচনা ও শক্তিশালী করার পাশাপাশি, কর্মীদের নিরাপত্তা সচেতনতা প্রশিক্ষণ নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com