বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:
চট্টগ্রামের হাজারী গলি এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হিন্দুত্ববাদী সংগঠন ইসকন নিয়ে একটি পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এই উত্তেজনা শুরু হয়, যখন হিন্দু ধর্মাবলম্বীদের একাংশ বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভের পর যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সংঘর্ষ শুরু হয়, যার ফলে বিক্ষোভকারীদের হামলায় ৬ পুলিশ সদস্য আহত হন।
এ সময় এক পুলিশ সদস্য এসিড নিক্ষেপের শিকার হন, আর বাকি পাঁচজন ইট-পাথরের আঘাতে আহত হন। এসিড আক্রান্ত পুলিশ সদস্যের নাম ফয়েজ। বর্তমানে এলাকাটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে একটি ফটোকার্ডে ইসকন সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে ফেসবুকে শেয়ার করেছিলেন চট্টগ্রামের হাজারী গলির দোকান মালিক ওসমান গণি। এই পোস্টের কারণে কিছু দুর্বৃত্ত তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করার চেষ্টা করে। এরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ বাধে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ) রইছ উদ্দিন বলেছেন, “ওসমান গণি নামের ব্যবসায়ী ফেসবুক পোস্টটি শেয়ার করার পর কিছু লোকজন ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করে। পুলিশ গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করলে সংঘর্ষ ঘটে, যার ফলে আমাদের ৬ পুলিশ সদস্য আহত হন। এর মধ্যে একজন এসিডে আক্রান্ত এবং পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”