রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তিন নেতাকে শোকজ এবং সতর্কীকরণ নোটিশ প্রদান করেছি দলটি। এর মধ্যে দুজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ), একজনকে সতর্কীকরণ নোটিশ দেয়া হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়েরের স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে এই শোকজ ও নোটিশ দেয়া হয়।
তিনজন নেতা হলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সাগর আহম্মেদ নাজিম, কলমাকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইকুল ইসলাম ও কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটন।
রবিবার দুপুরে কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক এম. এ. খায়ের বলেন, মো. সাগর আহম্মেদ নাজিম ও মো. সাইকুল ইসলামকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কার্যক্রমের অভিযোগে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাত দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়কের কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।
এছাড়া কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ারুল ইসলাম টুটনের বিরুদ্ধে ব্যক্তিগত আচরণ, অযাচিত ব্যবহার এবং নৈতিকতা বিরোধী কার্যক্রমের অভিযোগ রয়েছে। ভবিষ্যতে একই ধরনের অভিযোগ এলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
সোহেল রেজা
নেত্রকোণা সংবাদদাতা
২৪-১১-২৪