শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার কেন্দুয়ায় পারিবারিক বিবাদের জেরে মামা ও তার লোকজনের হামলায় ভাগনে নিহত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
নিহত হারুন মিয়া (৩০) উপজেলার মাসকা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের রহিছ উদ্দিনের ছেলে।অভিযুক্ত মামা হচ্ছেন, একই গ্রামের হক মিয়া।
শনিবার রাতে ময়মনসিংহ হাসপাতালে মারা যান হারুন মিয়া।
নিহতের স্বজনদের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ভাগনে হারুন মিয়া ও মামা হক মিয়ার মাঝে বেশ কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল শনিবার বিকালে মামা রহিছ মিয়ার বাড়ির সামনে হারুন মিয়া ও হক মিয়ার মাঝে তর্ক-বিতর্ক হয়। এর কিছু সময়ের মধ্যে হক মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হারুন মিয়ার বাড়িতে হামলা চালায়। তখন হারুন মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ময়নাতদন্তের জন্যে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।