বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

শিরোনাম :
মুক্তি পেয়েছে কবি ও গীতিকার এনামূল হক পলাশের নতুন গান ‘চাকা’ মোহনগঞ্জে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে: মাওলানা এনামুল হক নেত্রকোণায় কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, মানববন্ধনে দোষীদের গ্রেপ্তার ও বিচার দাবি নেত্রকোণায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ : নিহত ২ মোহনগঞ্জ হাসপাতালের বদলীকৃত দুই ডাক্তার কোয়ার্টারের ভাড়া না দিয়ে দীর্ঘদিন বসবাস মাজার জিয়ারতের মধ্য দিয়ে নেত্রকোণা বিএনপির নতুন কমিটির কার্যক্রম শুরু নেত্রকোণায় ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন, সভাপতি আনোয়ারুল-সম্পাদক রফিকুল দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন নেত্রকোণায় পৌর বিএনপি নেতা মুঘল আজম ৯ দিনেও গ্রেপ্তার হয়নি
রাতে ভালো ঘুমের জন্য যা খাবেন

রাতে ভালো ঘুমের জন্য যা খাবেন

নেত্রকোণার আলো ডটকম ডেস্ক:

খাদ্য এবং ঘুমের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। কিছু খাবার খেলে শরীরের মেলাটোনিন এবং কর্টিসল হরমোন নিঃসরণ হয়, যা রাতে ভালো ঘুম নিশ্চিত করতে সাহায্য করে। চলুন, রাতে ভালো ঘুমের জন্য কোন খাবারগুলো খাওয়া উচিত, তা জানি:

গরম দুধ
ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে রাতে ভালো ঘুম হয়। দুধে থাকা অ্যামাইনো অ্যাসিড ট্রিপটোফ্যান ঘুমের জন্য সহায়ক।

ডিম
ডিমে থাকা ভিটামিন ডি মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে, যা ঘুমাতে সাহায্য করে। ভিটামিন ডি’র ঘাটতি ঘুমের সমস্যা তৈরি করতে পারে।

মিষ্টি আলু
মিষ্টি আলুকে ‘ঘুমের মাসি’ বলা হয়। এতে থাকা পটাশিয়াম ঘুমে সাহায্য করে।

কাঠবাদাম
কাঠবাদামে মেলাটোনিনের উৎস রয়েছে, যা ঘুমের হরমোন। এতে থাকা ম্যাগনেসিয়ামও ভালো ঘুমের জন্য প্রয়োজনীয়।

কলা
কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। বিশেষ করে ম্যাগনেসিয়াম ঘুমের জন্য খুবই উপকারী।

মধু
মধু সেরেটোনিন এবং মেলাটোনিন তৈরি করে, যা ভালো ঘুমে সাহায্য করে।

সাদা ভাত
সাদা ভাত রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে, যা ঘুমের জন্য সহায়ক।

তেলযুক্ত মাছ
তেলযুক্ত মাছে ভিটামিন ডি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে, যা ঘুমের জন্য উপকারী।

এছাড়া, নিয়মিত ব্যায়াম এবং মানসিক অবসাদ দূর করা ঘুমের উন্নতিতে সহায়ক। খাবারের পাশাপাশি শরীরচর্চা করলে গভীর ঘুম নিশ্চিত হতে পারে।

সূত্র: হেলথলাইন

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com