রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
ভারতের মহারাষ্ট্রে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভারতের মহারাষ্ট্রে এক হিন্দু পুরোহিত কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ।
আজ রবিবার, ২৯ সেপ্টেম্বর, বাদ জোহর সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ, নেত্রকোনা জেলা শাখা, এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জেলা শহরের বারহাটা রোডস্থ জামিয়া মিফ্তাহুল উলুম মাদরাসার সামনে থেকে বেলা ২টার দিকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের দায়িত্বশীল মাওলানা নুরুল্লাহ ভুইয়া, মাওলানা গাজী আবদুর রহীম, মাষ্টার নিজাম উদ্দিন, মাওলানা আনোয়ার শাহ, মাওলানা দিলোওয়ার হোসাইন, মাওলানা আহমাদ ও মুহাম্মদ রাসেল আহমাদ প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে ওলামা মাশায়েখদের পাশাপাশি সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।