নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় মগড়া নদী দখল ও দূষণ রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে জেলার সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আবদুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) যৌথভাবে এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন বেলার ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী গৌতম চন্দ চন্দ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুর রহমান ফাউন্ডেশন (এআরএফবি)-এর চেয়ারম্যান ও বেলার নেটওয়ার্ক সদস্য সিনিয়র সাংবাদিক দিলওয়ার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজকের আরবানের বিশেষ প্রতিনিধি আজাদ ইমরান। সভায় আরও বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শিবলী সাদিক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারোয়ার জাহান, পরিবেশ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক আবু সাইদ, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক সাদেক আহমাদ হারিছ, শিক্ষাবিদ প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব মকিবরিয়া চৌধুরী হেলিম ও সাপ্তাহিক কৃষকের বাণীর সম্পাদক আলী আমজাদ।
এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা মগড়া নদীর দখল ও দূষণের ভয়াবহ চিত্র তুলে ধরেন এবং নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এই সমস্যা নিরসনের জন্য আশ্বাস দেন।