বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
হত্যা ও চাঁদাবাজিসহ ডজনখানেক মামলার পালিয়ে থাকা আসামি, আওয়ামী লীগ নেতা আল আমিন অবশেষে সেনাবাহিনীর হাতে আটক হয়েছেন।
রোববার গভীর রাতে ময়মনসিংহের মধ্য বাড়েয়া এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নেত্রকোনা সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের। পরে তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হয়েছে।
আল আমিন নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৈহাটি গ্রামের মৃত মোতালেব মিয়ার ছেলে। তিনি চিরাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলামের ছোট ভাই।
সেনা ক্যাম্পের সার্জেন্ট জাহের জানান, আল আমিন দীর্ঘদিন ধরে পালিয়ে ছিলেন এবং ময়মনসিংহের মধ্য বাড়েয়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্ত্রীসহ ১৯ দিন ধরে অবস্থান করছিলেন। অবশেষে সেনাবাহিনী তাকে ধরতে সক্ষম হয়। তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আল আমিন নিয়মিত মামলার আসামি। বর্তমানে তাকে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে।