বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে এ উপলক্ষে একটি বিশেষ আয়োজন করা হয়।
দিবসটি উদযাপনের শুরুতে সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রেজুয়ান ইফতেকার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহানা পারভিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন উজ্জ্বল এবং সমবায়ের শ্রেষ্ঠ উদ্যোক্তা মোঃ ইয়াছিন মিয়া।
অনুষ্ঠানে সমবায়ের মাধ্যমে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার সম্মিলিত প্রয়াসের গুরুত্ব তুলে ধরা হয়।