বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

নেত্রকোণায় যুবদলের সাবেক সভাপতির ওপর মারধরের অভিযোগ

নেত্রকোণায় যুবদলের সাবেক সভাপতির ওপর মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি এবং ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সৌদি প্রবাসী আবু সুফিয়ানের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

রোববার দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে আবু সুফিয়ানসহ অন্যান্য ভুক্তভোগীরা এ অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আবু সুফিয়ান জানান, গত শনিবার (২ নভেম্বর) বিকেলে কুমুদগঞ্জ বাজারের বিএনপি’র ইউনিয়ন দলীয় কার্যালয়ে মো. নুরুল ইসলামের ছেলে বিএনপি নেতা মো. আলাল মিয়া, মো. জলিল মিয়া, মো. কাজল মিয়াসহ আরও কয়েকজন তাকে ডেকে নিয়ে মারধর করেন।

তার দাবি, দলীয় স্বার্থে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। তার চিৎকারে তার ভাই মাওলানা আবুল হোসাইন এবং ভাতিজা মনিরুজ্জামান বাবু এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। হামলাকারীরা তার আরেক ভাই, সাবেক ইউপি সদস্য আবুল বাশার ও আরেক ভাতিজা হাফেজ নাঈম হোসেনকেও গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

আবু সুফিয়ান আরও অভিযোগ করেন, “এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে নিরব চাঁদাবাজি, জুয়ার বোর্ড, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। আমি এসবের প্রতিবাদ করায় আমার ওপর এই হামলা চালানো হয়।” তিনি দীর্ঘ ২৩ বছর বিএনপি’র রাজনীতিতে সক্রিয় থাকার পর নিজ দলের সদস্যদের হাতেই আহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন এবং এই হামলার সুষ্ঠু বিচার দাবি করেন। সেই সাথে এলাকার যুব সমাজকে মাদকমুক্ত রাখা ও চাঁদাবাজি বন্ধ করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাওঃ আবুল হোসাইন, আবুল বাশার, মনিরুজ্জামান বাবু, আবু ইউসুফ, নাঈম হোসেন, আজিম উদ্দিন, আক্কাছ মিয়া, জালাল রনি সহ অন্যান্য গ্রামবাসীরা।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com