বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
আবুল কাসেম আজাদ, মোহনগঞ্জ (নেত্রকোণা):
নেত্রকোণার মোহনগঞ্জে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দলের নেতাকর্মীদের উপস্থিতিতে র্যালিটি মোহনগঞ্জ পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে শহীদ মিনার প্রাঙ্গণে মোহনগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম কার্ণায়েনের সভাপতিত্বে এবং পৌর বিএনপি’র সদস্য সচিব গোলাম রাব্বানী পুতুলের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব টিপু সুলতান, সাবেক সভাপতি আ.খ.ম শফিকুল হক, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, প্রবীণ নেতা সৈয়দ আকিকুর রহমান আকিক, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাত্র নেতা হাবিবুর রহমান দোহা, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, যুবদলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম তালুকদার, এবং সদস্য সচিব তোফাজ্জল হোসেন জীবন।
আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী-জনতার বিপ্লবের সফলতা তুলে ধরে বলেন, “এই বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। আমরা শহীদ জিয়ার আদর্শকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর।”