বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন র্ধমাবলম্বীদের র্সূয দেবতার পূজা উদযাপিত হয়েছে। পূজায় মানব জাতি ও পরিবারের কল্যাণ, সুখ সমৃদ্ধি কামনা করা হয়।
বৃহম্পতিবার বিকেলে শহরের নিউটাউন এলাকায় অবাঙালি হিন্দু, রবিদাস, বাসফোর ও রজক সম্প্রদায়ের মানুষের আয়োজিত এই পূজা শুরু হয়। আগামী কাল ভোরে সূর্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে পূজা।
শহরের নিউটাউন এলাকার সূর্য পূজারি লাল মঙ্গল রাজভোর বলেন, প্রতিবছর কালী পূজার পর শুক্ল পক্ষের ষষ্টি তিথিতে সূর্য দেবতাকে সন্তুষ্ট করতে শহরের নিউটাউন এলাকায় অনন্তপুকুর ঘিরে অন্যতম ধর্মীয় উৎসব ‘ষট বা সূর্য পূজার আয়োজন করা হয়।
একই এলাকার নন্দু চৌহান বলেন, আজ বিকেলে পূজারীরা উপবাস থেকে ফুল, প্রসাদ, বাদ্য-বাজনাসহ পূজার বিভিন্ন সামগ্রী নিয়ে পুকুর পাড়ে উপস্থতি হয়ে সূর্য অস্তের পূর্ব মুর্হুতে ভক্ত ও পূণ্যার্থীরা পানিতে দাঁড়িয়ে ডালা-কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা করেন। শুক্রবার ভোরে হবে সূর্য স্নান।
সূর্য পূজার ভক্ত গান্ধী চৌহান বলেন,মনোবাসনা পূর্ণ, আপদ- বিপদ দূরীকরণসহ সকলের মঙ্গল ও কল্যাণ কামনায় সারাদিন উপবাস থেকে র্সূযাস্তের সময় নারীরা নানা উপাচারে সূর্যদেবের আরাধনা করেছেন।
নিউটাউন এলাকার বিলপাড়ের বাসিন্দা পার্বতী চৌহান বলেন, অনন্তপুকুরপাড়ে বিকালে পূজার সময় প্রার্থনা করছি। আগামীকাল ভোরে পূজার সময় আমরা আবারও প্রার্থনা করব। আইজ সব মানুষের ভালা অয়নের লাইগ্যা প্রার্থনা করছি। সবাই যেন বিপদ থেইক্যা মুক্তি পায়।
একই এলাকার চম্পা গোয়ালা বলেন, এই পূজার সময় আমরা প্রার্থনা করি।দেবতারে কই সবার ভালা করনের লাইগ্যা।
নিউটাউনের আয়না চৌহান বলেন, আমরার পরিবারের সুখ চাইছি। তেমনি সব মানুষও যেন সুখে থাহে এইটাও চাইছি। উপবাস থাইক্যা পূজা করছি। পূজা করলে মনে শান্তি লাগে।
পূজা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের শত শত পূণ্যার্থীর সমাগম ঘটে পুকুরপাড়ে।