বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় জেলা যুবদলের ১নং সহ-সভাপতি ও নেত্রকোণা পৌরসভার বিএনপির ধানের শীষ প্রতীকের সাবেক মেয়র পদপ্রার্থী আব্দুল্লাহ্ আল মামুন খান রনি’র ব্যবস্থাপনায় চকপাড়ায় এক ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান মশু।
বক্তব্য রাখেন আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক, ড্যাব নেতা ডাঃ মাজহারুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ক্যাম্পে প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
অন্যদিকে, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপনের উদ্যোগে নেত্রকোণা সরকারি কলেজ ক্যাম্পাসে আরেকটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এস এম মুসা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক এবং জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মীর্জা আজিজুর রহমান হাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তদান এবং রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।