বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বইঠার তাণ্ডবের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটপাড়া উপজেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় আটপাড়া উপজেলা খেলার মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য ও নেত্রকোনা জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মাওলানা এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন সাইফুল এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন আটপাড়া উপজেলা জামায়াতে ইসলামী শাখার আমীর মো. ইউসুফ, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মো. ইকবাল হোসাইন ও সাকিল আহমদ। আরও উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা শিবিরের অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়, জেলা সাহিত্য প্রকাশনা সম্পাদক রেজওয়ান খান, উপজেলা শিবিরের সভাপতি ইফতিকার আহমেদ ইমরানসহ সকল ইউনিয়ন সভাপতি ও সেক্রেটারিগণ।
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং তৎকালীন সহিংসতার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।