রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
কারাগারে সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ মোহাম্মদপুরে ডাকাতি : বরখাস্ত ৫ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ১১ জন গ্রেপ্তার কলমাকান্দায় রসুর (লইচ্ছা) সেতুর সংযোগ সড়ক ঝুঁকিতে, দ্রুত সংস্কারের দাবি নেত্রকোণার মদনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত কেন্দুয়ায় পাইকুড়া ইউনিয়ন বিএনপি সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হজের জন্য প্রাথমিক নিবন্ধনের শেষ সময় জানাল ধর্ম মন্ত্রণালয় জুলাই-আগস্টের আন্দোলনে গুলি, ১২৬ অস্ত্রধারী শনাক্ত অনুপ্রবেশের সময় ৩৮ রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি আমরা সবাই বাংলাদেশি, একই সূত্রে গাঁথা : রাষ্ট্রপতি মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিককে গুলি করে হত্যা
অনিয়মিত অভিবাসীদের সুখবর দিলো স্পেন

অনিয়মিত অভিবাসীদের সুখবর দিলো স্পেন

স্পেনে বসবাসরত অভিবাসীদের দারুণ সুযোগ দিচ্ছে দেশটির সরকার। কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে অনিয়মিত অভিবাসীদের কাজ এবং অস্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হবে। সেখানে দুই বছর ধরে বাস করছেন এমন অনথিভুক্ত অভিবাসীরাই এই সুযোগটি পাবেন। আগামী মার্চ থেকে এই সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে যাচ্ছে দেশটির সরকার।

বর্তমানে স্পেনের কয়েকটি খাতেই শ্রম ঘাটতি রয়েছে। আর এটি দূর করতেই মূলত এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এ ছাড়াও কাজের আওতায় অনথিভুক্ত অভিবাসীদের নিয়মিত হওয়ার শর্তগুলো কমিয়ে আনার ঘোষণা দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ। এই নতুন রেসিডেন্স পারমিটের নাম ‘আররাইগো সোসিওলাবোরাল’ বলে জানিয়েছে দেশটির অভিবাসন দপ্তর।

‘আররাইগো সোসিওলাবোরাল’ নামের নতুন রেসিডেন্স পারমিট নতুন যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলো তুলে ধরা হলো:

আবেদনকারীকে অবশ্যই স্পেনে বসবাসরত একজন অনথিভুক্ত বা অনিয়মিত অভিবাসী হতে হবে। অর্থাৎ এর আগে অন্যকোনো ক্যাটাগরিতে নিয়মিত হয়ে থাকলে তিনি এই নতুন নিয়মের সুযোগ নিতে পারবেন না। অন্তত দুই বছর ধরে স্প্যানিশ ভূখণ্ডে অবিচ্ছিন্ন উপস্থিতি বা বসবাসের প্রমাণ দিতে হবে।

স্পেন ত্যাগ করার অর্থাৎ ডিপোর্ট নোটিশ থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। একজন নিয়োগকর্তা অথবা একটি কোম্পানি স্বাক্ষরিত একটি কাজের চুক্তি উপস্থাপন করতে হবে। এই চুক্তিতে অবশ্যই স্পেনের ন্যূনতম বেতন কাঠামো অর্থাৎ এক হাজার ১৩৪ ইউরো সমমানের বেতনের নিশ্চয়তা উল্লেখ করা থাকতে হবে। কাজের চুক্তিটি অবশ্যই ন্যূনতম তিন মাসের মেয়াদের হতে হবে।

খণ্ডকালীন কাজ অথবা একাধিক নিয়োগকর্তার সঙ্গে চাকরির ক্ষেত্রে সমস্ত সংশ্লিষ্ট কাজের চুক্তি জমা দিতে হবে। এক্ষেত্রে সবগুলো চুক্তি মিলিয়ে সপ্তাহে কমপক্ষে ২০ ঘণ্টা কাজের শর্ত পূরণ করতে হবে। যেটি আগের আইনে ৩০ ঘণ্টা ছিল। নতুন নিয়ে সপ্তাহে ১০ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে।

গত পাঁচ বছর স্পেন অথবা অন্যান্য দেশে অবস্থান করে থাকলে সেখানকার আইনি কর্তৃপক্ষ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে। কোন দণ্ডিত অথবা অপরাধের দায়ে সাজাভুক্ত হলে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন।

নতুন এই রেসিডেন্স পারমিটটি মূলত স্পেনে ২০২২ সালের আগস্ট মাস থেকে বিদ্যমান আরেকটি কাঠামোর নতুন রূপ। ওই আইনে শ্রম সংকটে থাকা খাতগুলোর ওপর প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিরা এক বছর মেয়াদি রেসিডেন্স পারমিটের অনুমতি পেতেন। কিন্তু সেক্ষেত্রে শুধুমাত্র পর্যটন, পরিবহন, কৃষি এবং নির্মাণ খাত সংশ্লিষ্ট কোন খাতের উপর প্রশিক্ষণ নেওয়ার শর্ত ছিল।

২০২২ সালের আগস্ট থেকে ২০২৩ সালের শেষ পর্যন্ত আগের আইন অনুসারে ২৩ হাজার ৯৭ জন অভিবাসী নিয়মিত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইন্টিগ্রেশন, সামাজিক নিরাপত্তা এবং অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়।

এসব ব্যক্তিদের মধ্যে মাত্র এক হাজার ৩৪৭ জন প্রশিক্ষণ শেষ একটি কাজের চুক্তি পেতে সফল হয়েছিলেন।

স্প্যানিশ প্রেস এজেন্সি ইএফএই জানিয়েছে, প্রশিক্ষণের মাধ্যমে অনিয়মিতদের নিয়মিত করার ওই নিয়মটি সরকারের প্রত্যাশা পুরোপুরি পূরণ করেনি।

আগের নিয়ম বাদ দিয়ে নতুন করে ‘আররাইগো সোসিওলাবোরাল’ নামক নিয়ম চালু করতে যাচ্ছে সরকার। নতুন আইনে যেকোন সেক্টরে কাজের চুক্তির কথা বলায় সেটি অভিবাসীদের জন্য অনেকটা সহজ হবে ধারণা করা হচ্ছে।

স্পেনে বসবাসরত অনেক অভিবাসীদের পক্ষে একটি কাজ পাওয়া বেশ জটিল। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাটের মতে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে জন্মগ্রহণকারী এমণ ব্যক্তিদের মধ্যে স্পেনে ১৮.৯ শতাংশ লোক বেকার। অপরদিকে, স্পেনে জন্মগ্রহণকারীদের বেকারত্বের হার ১১,৬ শতাংশ।

( নেত্রকোণার আলো ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। )

Comments are closed.




© All rights reserved © 2024 www.netrakon-r-alo.com