বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক, নেত্রকোণার আলো ডটকম:
নেত্রকোণার মদন উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষক পরিবারকে এক মাস ধরে বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ করায় কৃষক জামাল মিয়ার বসত ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। ঘটনার এক সপ্তাহ সময় অতিবাহিত হলেও কোন রকম ব্যবস্থা না নেওয়ায় ন্যয় বিচারের শঙ্কায় ভুগছেন কৃষক পরিবারটি।
স্থানীয় সূত্র ও লিখিত অভিযোগে জানা যায়, মদন উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের কৃষক মোঃ জামাল মিয়ার সাথে প্রতিবেশী ছোটন মিয়ার জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। সম্প্রতি তুচ্ছ ঘটনার জেরে এক মাস আগে ছোটন মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসত ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে পরিবারটিকে অবরুদ্ধ করে রাখে। অভিযোগ রয়েছে, এক মাস ধরে অবরুদ্ধ অবস্থায় থাকা পরিবারটি গবাদি পশুসহ নিজেদের চলাচলে ব্যাপক সমস্যায় পড়ে।
এ পরিস্থিতিতে প্রতিবাদ করলে ২৯ অক্টোবর ছোটন মিয়া তার লোকজন নিয়ে জামাল মিয়ার বসত ঘরে হামলা চালায় এবং ভাংচুর ও লুটপাট করে। হামলার পরপরই জামাল মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
গত শনিবার সরেজমিনে মাঘান গ্রামে গিয়ে দেখা যায়, জামাল মিয়ার ঘরের সামনে প্রতিপক্ষের দেওয়া বাঁশের বেড়া এখনো রয়েছে। স্থানীয় মাসুদ মিয়া, সাদ্দাম হোসেন ও আলী আকবরসহ কয়েকজন জানান, ছোটন মিয়া জোরপূর্বক বেড়া দিয়ে জামাল মিয়ার পরিবারটিকে অবরুদ্ধ করে রেখেছে। তারা বারবার চেষ্টা করেও বেড়া সরাতে ব্যর্থ হন।
অন্যদিকে, প্রতিপক্ষ ছোটন মিয়ার মা আয়েশা আক্তার বলেন, “জামালের সাথে ঝগড়া হওয়ায় আমার ছেলেরা রাগের মাথায় বাঁশের বেড়া দিয়েছে এবং দা দিয়ে কয়েকবার ঘরে আঘাত করেছে। তবে ঘরের মালামাল বা টাকা লুট করা হয়নি।”
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার দে জানান, “অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”