বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
এ কে এম মোজাম্মেল হক, কলমাকান্দা ( নেত্রকোণা):
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই ও অবৈধ কোনো বস্তু আছে কিনা তা তল্লাশি করা হয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কলমাকান্দা উপজেলার ডেইট্টখালি বাস স্ট্যান্ড থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে থানা পুলিশও অংশ নেয়। অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প কমান্ডার ও ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর নাজমুজ সাকিব।
অভিযানে ডেইট্টখালি বাসস্ট্যান্ড এলাকা থেকে দূরপাল্লার একটি বাসের এক যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় তিন বোতল মদ উদ্ধার করা হয়। আটকৃত ব্যক্তি সাগর মল্লিক (২৭), সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার উত্তর বংশী কুন্ডা ইউনিয়নের বাঁকাতলা গ্রামের বাসিন্দা, সুবোধ মল্লিকের ছেলে।